সাইক ম্যাটস-এ আপনাকে স্বাগতম
বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছিল তখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় অদক্ষ, অর্ধশিক্ষিত জনবল দ্বারা রোগ নির্ণয়ের মত গুরুত্বপূর্ণ কাজ চলছিল। সেখান থেকে পরিত্রাণের জন্য দক্ষ ও মানসম্পন্ন রোগ নির্ণয়কারি মেডিকেল টেকনোলজিস্ট তৈরি ও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আর্ত পীড়িত মানুষের সেবা করার লক্ষ্যকে সামনে রেখে ২০০৫ সালে পথচলা শুরু হয়।
যাত্রা শুরুর প্রথম বছরেই অনুমোদিত আসন সংখ্যার সবকটিতে ছাত্র-ছাত্রী ভর্তি করতে সক্ষম হয়। পরবর্তীতে ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষ থেকে পর্যায়ক্রমে টেকনোলজি ও আসন সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ টি কোর্স ও ৬০ টি আসনে (সিট) উন্নীত হয় এবং অনুমোদিত সকল আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করতে সক্ষম হয়।
সময়ের পরিক্রমায় সেই প্রতিষ্ঠানটি আজ পেয়েছে পূর্ণতা। সকল আধুনিক ও আন্তর্জাতিক মানের সুবিধা সম্বলিত ডিজিটাল ক্যাম্পাস যা বর্তমানে আমাদের দেশে দৃষ্টান্ত। গত কয়েক বছরে বেসরকারি ও সরকারি ইনস্টিটিউট সমূহের মধ্যে অন্যতম সেরা মেডিকেল ইনস্টিটিউটে পরিণত হয়েছে।
MATS - এ কেন পড়বেন?
বর্তমানে সরকারি পর্যায়ে মাত্র ৮টি ম্যাটস প্রতিষ্ঠান আছে।
এত অল্প প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল
সহকারী ডাক্তার তৈরি করা সম্ভব নয়, বিবেচনা করেই
বেসরকারি প্রতিষ্ঠানে এই কোর্স চালু করেছে সরকার। এই
কোর্স সম্পন্নকারীদের সরকার Diploma of Medical
Faculty ডিগ্রি দিয়ে থাকেন। চাকরি না করলেও একজন
DMF (Diploma of Medical Faculty) ডাক্তার প্রাইভেট প্র্যাকটিশনার হিসেবে যে কোন স্থানে প্র্যাকটিস করে উপার্জন করতে পারবেন। অর্থাৎ এই কোর্স করলে চাকরির সাথে সাথে আত্মকর্মসংস্থানের সুযোগ আছে। এই সেক্টরে
পড়াশোনা করলে তরুণ প্রজন্ম নিঃসন্দেহে পাবে ভবিষ্যৎ
কর্মময় জীবনের দিক নিদের্শনা
আমাদের লক্ষ্য আমাদের শিক্ষার্থীদের আরও স্বপ্ন দেখতে, আরও শিখতে, আরও কিছু করতে এবং তাদের নিজ নিজ জীবনের যাত্রায় আরো উন্নত হয়ে উঠতে অনুপ্রাণিত করা।
অধ্যক্ষ — সাইক ম্যাটস
IHT-তে কেন পড়বেন?
একজন মেডিকেল টেকনোলজিস্ট এর কাজ হল সঠিক রোগ নির্ণয়
করা। সঠিক রোগ নির্ণয়ের উপর নির্ভর করে রোগীর সুস্থতা।
মেডিকেল টেকনোলজিষ্টদের রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসক
রোগীর নির্ভূল ব্যবস্থাপত্র প্রদান করেন। এটি একটি প্রফেশনাল ও
সেবামূলক কাজ। ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার
মাধ্যমে একজন শিক্ষার্থী মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নিজের
ক্যারিয়ার গঠন করতে পারে।
Students
0
+
Alumni
0
+
Teachers
0
+